দেশের ৮০ ভাগ মানুষ করোনার টিকা পাবে : অর্থমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জনগণকে করোনার টিকা নিতে কোন অর্থ ব্যয় করতে হবে না। পর্যায়ক্রমে দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে।
তিনি বলেন, ভ্যাকসিন ক্রয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করবে সরকার। বাজেটে ভ্যাকসিন ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখব।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে প্রতি মাসে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স সুবিধার আওতায় ছয় কোটি ৮০ লাখ ডোজ পাবে বাংলাদেশ।