ভারতের পর এবার শ্রীলঙ্কায় সিংহের করোনা শনাক্ত
ডেস্ক নিউজ : ভারতের পর এবার শ্রীলঙ্কার চিড়িয়াখানায়ও পশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশটির দেহিওয়ালা জুওলজিক্যাল গার্ডেনসে থর নামের এক সিংহের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।
শুক্রবার ভারতীয় চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, ওই সিংহের বয়স ১১ বছর। শ্রীলঙ্কায় কোন পশুর করোনা শনাক্তের ঘটনা এটাই প্রথম।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, অসুস্থ থরকে অক্সিজেন দেওয়া হচ্ছে। আরও চার সিংহকে আলাদা রাখা হয়েছে।
এর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভান্দালুর চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত হয়ে দুটি সিংহ মারা যায়।