শ্রীপুরে শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড, মালামাল পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির অন্তত ৩৬টি ঘর পুড়ে গেছে।
উপজেলার কেওয়া দক্ষিণ খন্ড এলাকার ফখরুদ্দীন টেক্সটাইল মিলসের পাশে ওসমান গণির বাড়িতে শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়িটির বেশির ভাগ ভাড়াটিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় ঘরগুলো তালাবদ্ধ ছিল।
আগুনে ঘরগুলোতে থাকা ফ্রিজ, টিভি, ওয়ারড্রোব ও খাটসহ মালামাল পুড়ে যাওয়ায় শ্রমিকরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
ভাড়াটিয়া মঈন খান জানান, তিনি ফখরুদ্দীন টেক্সটাইলের প্যাকিং অপারেটর। আগুন লাগার খবর পেয়ে রবিবার ভোরে বাসায় এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।
ফখরুদ্দীন টেক্সটাইলের কোয়ালিটি কন্ট্রোলার রাকিব হাসান জানান, তিনি হঠাৎ বাইরে মানুষের চিৎকার শুনে বের হয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে তার স্ত্রী ও কন্যাশিশুকে নিয়ে দৌড়ে ঘর থেকে বের হন। তবে আগুনে সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে।
আমান টেক্সটাইলের প্যাকিংম্যান জেনারুল হক অনু জানান, তিনি ঈদের বেতন-বোনাস পেয়ে কিস্তিতে টিভি ও ফ্রিজ কিনেছিলেন। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। কিস্তির টাকা এখনো পরিশোধ হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ ৩৬টি ঘর পুড়ে যায়।
তিনি আরও জানান, ঘরগুলো খুব ছোট হওয়ায় আগুন নেভাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।