গাজী মাজহারুল ২০ হাজার গান সৃষ্টি করেছেন : তথ্যমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাজী মাজহারুল আনোয়ার আমাদের মাঝ থেকে চলে গেলেও তিনি সৃষ্টি করে গেছেন ২০ হাজারের মত গান। বিবিসির জরিপে সেরা ২০টি গানের মধ্যে তার তিনটি গান নির্বাচিত হয়েছে।
তিনি বলেন, এখনো যখন শুনি ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, সে গান আমাকে আনমনা করে দেয়। ‘জয় বাংলা, বাংলার জয়’ মুক্তিযুদ্ধের সময় তার লেখা গান। আরও বেশ কয়েকটি গান লিখেছেন, যেগুলো তাকে অমরত্ব দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বাংলা গানের ইতিহাসে অনেক কালজয়ী গীতিকারের জন্ম হয়েছে। এত দিন যত কালজয়ী গীতিকারের জন্ম হয়েছে, তার মধ্যে অন্যতম গাজী মাজহারুল আনোয়ার।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তার শুধু সৃষ্টির দিক আমরা আলোচনা করছি। তিনি যে ভালো একজন মানুষ ছিলেন, মিতভাষী ছিলেন, সেদিক আমরা আলোচনা করিনি।