বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭৫০ শয্যার হাসপাতাল উদ্বোধন
আলোকিত প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন।
কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে জরুরি চিকিৎসা কেন্দ্র, হৃদরোগ ও স্নায়ুরোগ সেবা কেন্দ্র, হেপাটোবিলিয়ারি ও যকৃৎ প্রতিস্থাপন কেন্দ্র, কিডনি রোগ কেন্দ্র, মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, ১০০ শয্যার আইসিইউ এবং জরুরি চিকিৎসার ১০০ শয্যা থাকবে।
এর আগে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিএসএমএমইউয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, আমরা উন্নত চিকিৎসার জন্য জনবল তৈরিরও উদ্যোগ নিয়েছি। কোরিয়ার ৫৬ জন বিশেষজ্ঞ সার্জন চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি অন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দুই হাজার শয্যার হাসপাতাল রয়েছে। এর সাথে নতুন যুক্ত হচ্ছে ৭৫০ শয্যা।