কাপাসিয়ায় আবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পাবুর স্কুলের সুইটি
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় টানা তৃতীয়বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছলিমা আক্তার সুইটি।
জাতীয় শিক্ষা পদক-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচনের জন্য সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১টি ইউনিয়নের আটটি ক্লাস্টারে বাছাইকৃত প্রধান শিক্ষকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
এতে ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে বাছাই কমিটি মোসলিমা আক্তার সুইটিকে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আনছার উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর শহীদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, সোহরাব রুস্তম প্রমুখ।
উল্লেখ্য, মোছলিমা আক্তার সুইটি ১৯৯৮ সালে বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। পরে ২০০৮ সালে পদোন্নতি পান।
তিনি তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব মাস্টারের মেয়ে। তার স্বামী শামসুল হুদা লিটন তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।