গাজীপুরে নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে ডিসিকে স্মারকলিপি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে নদ-নদী দখল ও দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে নদী পরিব্রাজক দল।
মঙ্গলবার সংগঠনের জেলা কমিটির সভাপতি এজি কায়কোবাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার আলামিন হালদার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপাশা আফরিন এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়ালীউল্লাহ সাকিব।
স্মারকলিপিতে বলা হয়, গাজীপুরের অধিকাংশ নদ-নদী দখল-দূষণের কবলে। ইটিপিবিহীন কারখানাগুলো দীর্ঘদিন ধরে পরিবেশ ও নদী দূষণ করে যাচ্ছে। অনেক কারখানা খরচ বাঁচাতে ইটিপি ব্যবহার করছে না।
এসব কারখানার দূষিত পানি নদী ও খালসহ বিভিন্ন জলাশয়ে ফেলা হচ্ছে। যা জলজ জীববৈচিত্র্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে।
জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া চিলাই নদী দখল আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে। লবলং সাগর বর্তমানে লবলং খাল হয়েও মৃত অবস্থায়।
এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইমাইল এলাকায় গড়ে উঠেছে বিশাল উন্মুক্ত আবর্জনার স্তূপ। কুকুর-বিড়াল ময়লা টানাহেঁচড়া করছে। দুর্গন্ধে বিষিয়ে উঠছে পরিবেশ।