গাজীপুরে প্রবাসফেরত জলিল হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে প্রবাসফেরত আবদুল জলিলকে (৫২) পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে সদর উপজেলার বাঘের বাজার-ইজ্জতপুর সড়কের নলজানি মধ্যপাড়া এলাকায় এ বিক্ষোভ হয়।

নিহতের স্ত্রী সাজেদা খাতুন বলেন, তার স্বামীর সাথে চাচাতো ভাই সিদ্দিক মিয়া ও ইদ্রিস মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। গত শুক্রবার মসজিদ থেকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলা হল।

বৃদ্ধ শাহাদাত আলী শেখ বলেন, জলিল দীর্ঘদিন সৌদি ছিলেন। করোনাকালে দেশে এসে আর বিদেশ যাননি। তার সাথে অন্য কারও বিরোধ ছিল না।

সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য আমান উল্লাহ বলেন, চার নম্বর আসামি বাদল মিয়া জমির পাওয়ার নিয়ে জলিল ও তার পরিবারকে হয়রানি করে আসছেন। তিনি এলাকার আরও ২০-২৫টি পরিবারের সাথে প্রতারণা করছেন। কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই ইলিয়াস হোসেন আলোকিত নিউজকে বলেন, এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা যায়নি। অভিযান অব্যাহত আছে।

আরও খবর