অশ্লীল কাণ্ড : কাপাসিয়ায় আ.লীগ সভাপতি শহীদুল্লাহর পদত্যাগ
আলোকিত প্রতিবেদক : অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।
রবিবার বিকেলে শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বরাবর একটি আবেদন করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে মুহম্মদ শহীদুল্লাহর অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও বিচার দাবি করেন।
তবে অভিযুক্ত মুহম্মদ শহীদুল্লাহ ওই ভিডিওকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
উল্লেখ্য, মুহম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও সংসদ সদস্য সিমিন হোসেন রিমি নীরবতা পালন করে আসছিলেন। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে নানা প্রশ্ন দেখা দেয়।
বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ ১৯৮৬ সালে ১৫ দলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বাম রাজনীতিতে জড়িয়ে আবার আওয়ামী লীগে ফেরেন।
একাধিক সাংবাদিক বলেন, মুহম্মদ শহীদুল্লাহ তৎকালীন সময়ে দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি দুই যুগ আগে সাংবাদিকতা ছেড়ে দিলেও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতির পদ ধরে রেখেছেন।
তারা আরও বলেন, প্রেসক্লাবের উন্নয়নে মুহম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য অবদান নেই। তারপরও কমিটি কোন পদক্ষেপ নেয়নি।
আরও পড়ুন : কাপাসিয়ায় বিনামূল্যের বিদ্যুতে চাঁদাবাজির কোটি কোটি টাকা কার পকেটে?