বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা নেই : বলছে ডব্লিউএফপি
আলোকিত প্রতিবেদক : বিশ্ব খাদ্য কর্মসূচির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেল্লি বলেছেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোন আশঙ্কা নেই। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মত উন্নত সব দেশকেই আগামী বছর খাদ্য নিয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকের সাথে বৈঠকে বাংলাদেশের খাদ্য পরিস্থিতি নিয়ে ডব্লিউএফপির কর্মকর্তা এ কথা বলেন।
বৈঠক শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন উৎপাদিত হবে। দুর্ভিক্ষ হবে না। সারা দেশ থেকেই বাম্পার ফলনের খবর পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, আমরা মনে করেছিলাম, শ্রাবণ মাসে মাত্র এক দিন বৃষ্টি হয়েছে, কৃষকরা হয়তো ধান লাগাতেই পারবেন না। উৎপাদন কমে যাবে। কিন্তু প্রতিকূলতার মধ্যেও আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।
মন্ত্রী আরও বলেন, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান অনুমান করছে, পৃথিবীতে খাদ্য সংকট হওয়ার আশঙ্কা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দূরদর্শী। তিনি আমাদের সচেতন থাকতে বলেছেন।