শ্রীপুরে অটো নিয়ন্ত্রণ ও অযাচিত পৌরকর প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ, উৎপাদন বন্ধ ও অযাচিত পৌরকর ধার্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক এমদাদুল হক, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন, অধ্যাপক ইস্রাফিল হোসেন, রানা মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীপুর বাজার, মাওনা চৌরাস্তা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতগুলোতে দোকানপাট বসানোর কারণে জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। অনুমোদনহীন অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।

তারা আরও বলেন, অনেকে নিহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ যানজটে মানুষের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে।

আরও খবর