জয়দেবপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে, শ্রেষ্ঠ এসআই তাজমুল
মেহেদী হাসান সবুজ : মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি-এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের জয়দেবপুর থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে শোভাযাত্রা এবং থানায় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন।
এএসপি বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক প্রতিরোধমূলক এবং সমাজের সমস্যা সমাধানমূলক পুলিশিং ব্যবস্থা। যা জনগণকে সম্পৃক্ত করে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে থাকে।
এ সময় তিনি শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে এসআই তাজমুল করিমের হাতে পুলিশ সদর দপ্তরের সম্মাননা স্মারক তুলে দেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পিরুজালী ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সহ-সভাপতি সাইফুল্লাহ সরকার মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আলম, ইউপি মেম্বার শেখ এমদাদ হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ।