গাজীপুরের সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন অতিথি
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে উভচর প্রাণী জলহস্তীর একটি শাবক জন্ম নিয়েছে।
শাবকটির বয়স প্রায় এক মাস। এর আগে দুটি শাবকের জন্ম হলেও একটিও বাঁচানো যায়নি।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, দক্ষিণ আফ্রিকা থেকে পার্কে দুটি জলহস্তী আনা হয়। শাবকসহ জলহস্তী পরিবারের সদস্য এখন তিনজন।
শাবকটি মাঝে-মধ্যে ডাঙায় উঠে আসে। শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পার্ক সূত্র জানায়, জলহস্তী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আধা জলজ স্তন্যপায়ী প্রাণী হিসেবে চিহ্নিত। প্রাণীটির ওজন তিন হাজার ২০০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
জলহস্তী একবারে সর্বোচ্চ ৩৫ কেজি খাবার খেতে পারে। এ ছাড়া সাঁতারু এই প্রাণী পানির নিচে পাঁচ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।