আগামী বছরের ৩০ জুনের দিকে পদ্মা সেতু খুলে দেওয়া হবে
আলোকিত প্রতিবেদক : আগামী বছরের ৩০ জুন বা এর আশপাশের সময়ে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন।
২০২০-২১ অর্থবছরের কার্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য জানাতে গিয়ে তিনি বলেন, পদ্মা সেতুর কাজের ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুটির ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হয়।