গাজীপুরের হোতাপাড়ায় খলিল গ্রুপের দখলকৃত বনভূমিতে অবশেষে বনায়ন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের হোতাপাড়ায় খলিল গ্রুপের জবর দখলকৃত বনভূমিতে অবশেষে বনায়ন করা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর আলোকিত নিউজ ডটকমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট অফিস সম্প্রতি সাতটি প্রজাতির প্রায় পৌনে ২০০ চারা রোপণ করে।
সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন পশ্চিম পাশে খলিল গ্রুপ তিনটি বহুতল ভবন নির্মাণ করে পোশাক শিল্প প্রতিষ্ঠান ইএসবিএল ও পলমল গ্রুপের কাছে ভাড়া দিয়েছে। তাদের বাউন্ডারি ওয়ালের ভেতরে সিএস ৫৯৮ ও আরএস ১৭২১ নং দাগের ৪০ শতাংশ বনভূমি রয়েছে।
খলিল গ্রুপের মালিক খলিলুর রহমান চৌধুরী বিট অফিসের রোপণকৃত আকাশমনি বাগান কেটে দীর্ঘদিন আগে তা দখল করেন। গত মাসে দক্ষিণ পাশে নতুন করে ১০০ ফুট দৈর্ঘ্যের বাউন্ডারি ওয়াল নির্মাণ করলে আলোকিত নিউজের অনুসন্ধানে এ তথ্য ওঠে আসে।
ওই স্থানে বিঘাপ্রতি জমির বর্তমান বাজারমূল্য চার কোটি টাকা। সে হিসাবে দখলীয় জমির মূল্য দাঁড়ায় চার কোটি ৮৪ লাখ টাকা।
বিট অফিস প্রথমে নীরব থাকলেও পরে বাউন্ডারি ওয়ালের কিছু অংশ ভেঙে দেয়। এরপর কেয়ারটেকার আবদুল মতিনের উপস্থিতিতে আবার নির্মাণ কাজ চলে।
মনিপুর বিটের অতিরিক্ত দায়িত্বে থাকা রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম আলোকিত নিউজকে জানান, খলিল গ্রুপের দখলকৃত বনভূমিতে মিশ্র বাগান করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন : গাজীপুরের হোতাপাড়ায় বনভূমি দখল, খলিল গ্রুপের বাউন্ডারি ওয়াল!