বিজিবিতে ১৫ হাজার জনবল নিয়োগের কার্যক্রম চলমান : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অরক্ষিত সীমান্তের মধ্যে ৪০০ কিলোমিটারের বেশি নজরদারির আওতায় আনা হয়েছে। শিগগিরই অবশিষ্ট প্রায় ১৫০ কিলোমিটার সীমান্ত নজরদারির আওতায় আনা হবে।
রবিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে কুচকাওয়াজের মাধ্যমে বিজিবি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।
উল্লেখ্য, ভারত ও মিয়ানমার সীমান্তের পাহাড়ি এলাকায় এখনো সীমান্ত সড়ক নির্মাণ করা হয়নি। কিছু এলাকায় টহল দিতে গিয়ে বিজিবিকে বেগ পেতে হয়।
প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে চারটি ব্যাটালিয়ন এবং সুন্দরবন এলাকায় দুটি ভাসমান বিওপিসহ মোট ৬২টি বিওপি তৈরি হয়েছে। নতুন ১৫ হাজার জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, বিজিবির সাংগঠনিক কাঠামো থেকে অতি পুরাতন ট্যাংক বিধ্বংসী অস্ত্র বিলুপ্ত করে ১৪টি আধুনিক অ্যান্টি-ট্যাংক ও দুটি অত্যাধুনিক হেলিকপ্টার সংযোজন করা হয়েছে। ২০৪১ সাল নাগাদ বাহিনীর জনবল ৯২ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং মিয়ানমার নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ রোধে বিজিবির ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও বিএসএফের মহাপরিচালক পংকজ কুমার সিং।