বছরের শেষ দিনে স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : ২০২১ সালের শেষ দিনে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি অনানুষ্ঠানিকভাবে সেতুটি পরিদর্শনে যান।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এ ছবি পোস্ট করেন।

তাতে তিনি লিখেছেন, পদ্মা সেতু থেকে শুভ নববর্ষ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে দেশের এই বৃহত্তম দ্বিতল সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে ঢাকাসহ বিভিন্ন জেলার যোগাযোগ সহজ হবে।

সেতুর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন। আর নিচ দিয়ে চলবে ট্রেন।

এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী মূল সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

আরও খবর