দুর্নীতি একটি ক্যান্সার, আমি কম্প্রোমাইজ করব না : প্রধান বিচারপতি
আলোকিত প্রতিবেদক : প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সবাইকে এই অভিপ্রায় জানাতে চাই যে বিচার বিভাগে কোন দুষ্ট ক্ষতকে ন্যূনতম প্রশ্রয় দেব না। দুর্নীতি একটি ক্যান্সার।
তিনি বলেন, কোন আঙুলে যদি ক্যান্সার হয়, সর্বোত্তম পন্থা হচ্ছে আঙুলটি কেটে ফেলা। দুর্নীতির ব্যাপারে আমি কোন কম্প্রোমাইজ করব না।
চিহ্নিত হলে স্টাফ বা অফিসার যে-ই হোক না কেন, সাসপেন্ড করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। অনিয়ম নির্মূল করতে সবাইকে পাশে পাব-এই আশা ব্যক্ত করছি।
রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে এক সংবর্ধনায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস সংবর্ধনা জানিয়ে বক্তব্য রাখেন।
প্রধান বিচারপতি বলেন, দেশের সব অধস্তন আদালতে মামলাজট নিরসন ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে মনিটরিং সেল গঠন করা হবে। প্রতি মাসে তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বার ও বেঞ্চ হল একটি পাখির দুটি ডানা। আর জুডিশিয়ারি হল সমস্ত দেহ। পাখা দুটি শক্তিশালী করার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা যেতে পারে বলে আমি বিশ্বাস করি।