সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা
আলোকিত প্রতিবেদক : দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানো হয়েছে।
রবিবার ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিকদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত ঘোষণা করে।
এর ফলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াচ্ছে ১৬৮ টাকা।
এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বেড়ে ১৪৩ টাকা হয়েছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেছেন, আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় নিয়ে দাম কিছুটা সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর লিটারপ্রতি সয়াবিন তেলের দাম সাত টাকা বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছিল।