গাজীপুর থেকে লুট হওয়া গরু মিলল আশুলিয়ার খামারে, গ্রেফতার ৬
আলোকিত প্রতিবেদক : গাজীপুর থেকে লুট হওয়া গরুসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মরণ দাস ওরফে সুমন ওরফে তাপস (৩৫), আসাদুজ্জামান বাবু (৩০), শহিদুল ইসলাম (৪০), আবদুল মালেক (৪০), দুর্জয় রাজবংশী (২৮) ও আল-আমিন (২৯)।
মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৮ ফেব্রুয়ারি রাতে গরুর ব্যবসায়ী সাদেক সাতটি গাভি, দুটি বাছুর ও পাঁচটি ষাঁড় নিয়ে ট্রাকযোগে কুমিল্লায় যাচ্ছিলেন। পথে কাশিমপুরের মোজার মিল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
পরে ডাকাতরা ব্যবসায়ী ও তার ছেলেকে হাত-পা বেঁধে মাইক্রোবাসে তুলে ট্রাক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর তাদেরকে সাভারের গেন্ডা এলাকায় ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা করা হলে জিরানী বাজার থেকে মূল হোতা সুমনকে ট্রাকসহ আটক করা হয়। পরে সুমন জিজ্ঞাসাবাদে আশুলিয়ার দক্ষিণ নাল্লাপোল্লা এলাকায় সাদিয়া ডেইরি ফার্ম নামে তার একটি খামার থাকার কথা জানান।
এরপর খামারে গিয়ে চারটি গাভি, দুটি বাছুর ও ৩৫টি ষাঁড়সহ ৪১টি গরু পাওয়া যায়। মালিক গবাদিপশু কেনার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
এ সময় বাসা তল্লাশি করে গরু বিক্রির এক লাখ ৬১ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।