করোনার নাকে নেওয়ার টিকার ট্রায়াল শিগগির শুরু : ডা. আবদুল্লাহ
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ও ব্যাপকভাবে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি প্রায় ১০ জনকে সংক্রমিত করতে পারে।
তিনি বলেন, সংক্রমণের হার বৃদ্ধি পেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার চতুর্থ ঢেউ মোকাবিলায় লকডাউনের মত পদক্ষেপের প্রয়োজন পড়বে না।
সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্যে ডা. আবদুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, সবাইকে নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যারা টিকা নেননি, তাদের দ্রুত টিকা নিতে হবে।
ডা. আবদুল্লাহ আরও বলেন, নাকে নেওয়ার ওষুধের ট্রায়াল শিগগির দেশে শুরু হতে পারে। এ টিকা অনেক বেশি সুরক্ষা দেবে।
সেমিনারে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. আবু তাহের।