আ.লীগের ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জয়ী হয়ে তৃতীয়বারের মত সরকারে থেকে অন্তত এটুকু দাবি করতে পারে যে ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমাদের দেশের মানুষেরও অর্থনৈতিক উন্নতি হয়েছে।
তিনি বলেন, দেশে পর্যাপ্ত রিজার্ভ আছে এবং রিজার্ভ জনসাধারণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে। কাউকে ভোগান্তি পোহাতে হবে না।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের কাছে এত পরিমাণ রিজার্ভ মানি আছে যে আমরা পাঁচ মাসের জন্য খাদ্য আমদানি করতে পারি। যদিও যে কোন দুর্যোগ কাটিয়ে উঠতে তিন মাসের খাদ্য আমদানির জন্য রিজার্ভ থাকতে হয়।
শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ রিজার্ভের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠছে এবং তারা চা স্টল ছাড়াও বিভিন্ন জায়গায় আলোচনা করছে। কোভিড, ভর্তুকি দেওয়া, কিছু প্রকল্পে বিনিয়োগ ও বিদেশি ঋণ পরিশোধ করায় টাকা ব্যয় হয়েছে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাচিপের সভাপতি এম ইকবাল আর্সলান, মহাসচিব এম এ আজিজ প্রমুখ।