কালিয়াকৈরে ৫ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে ২৪ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে উপজেলার দারিয়াপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
ইটভাটাগুলো হল মেসার্স কুমিৎপুর ব্রিকস, খাজা মঈন উদ্দিন ব্রিকস, আর আর ব্রিকস, স্টার ব্রিকস ও কিরণ ব্রিকস।
তাদের মধ্যে কুমিৎপুর ব্রিকসের মালিক পারভেজ আহমেদকে পাঁচ লাখ টাকা, খাজা মঈন উদ্দিন ব্রিকসের সিরাজ উদ্দিনকে এক লাখ টাকা, আর আর ব্রিকসের জাহাঙ্গীর আলমকে ছয় লাখ টাকা, স্টার ব্রিকসের আবদুল কাদিরকে ছয় লাখ টাকা ও কিরণ ব্রিকসের জুলহাস খানকে ছয় লাখ টাকা জরিমানা করেন আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস প্রমুখ।