শ্রীপুরে পোলট্রি ফিডের দোকানে লুট, নিরাপত্তা প্রহরীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে দোকানের তালা কেটে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট হয়েছে।
রবিবার ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে পুলিশ বক্সের কাছে আল-আমিন পোলট্রি ফিডে এ ঘটনা ঘটে।
দোকানের নিরাপত্তা প্রহরীর লাশ জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত হেলাল উদ্দিন (৫৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণচর হাজীপুর এলাকার মৃত রবি মিয়ার ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে বেপারী বাড়িতে থেকে ম্যাক্স-৪ সিকিউরিটি সার্ভিসের অধীনে ওই দোকানে চাকরি করতেন।
দোকান মালিক আহমেদ ইয়াদরীব জানান, তার ম্যানেজার জালাল উদ্দিন সকাল আটটায় দোকান খুলতে গিয়ে তালা কাটা দেখেন। ডাকাতরা সিন্দুকসহ নগদ পাঁচ লাখ ৫৫ হাজার টাকা, ব্যাংকের কয়েকটি চেক, গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নিয়ে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, নিহতের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইএসবিএল পোশাক কারখানার সামনে ভাঙারি মালামালের ওপর পড়ে ছিল। তাকে অন্যত্র হত্যা করে লাশ চলন্ত গাড়ি থেকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।