টঙ্গী-জয়দেবপুরসহ ৩টি রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি ৬০ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ রেলপথগুলো উদ্বোধন করেন।
এ সময় টঙ্গী-জয়দেবপুর অংশে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং কুমিল্লার শশীদল থেকে রাজাপুর ও ঈশ্বরদীর রূপপুর অংশে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামাল ও যন্ত্রপাতি নেওয়ার সুবিধার্থে ২৬ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকা। ব্রিটিশ আমলে নির্মিত লাইনটিতে প্রায় ৩৫ বছর ট্রেন চলাচল বন্ধ ছিল।
এ ছাড়া টঙ্গী থেকে জয়দেবপুর অংশে ১২ কিলোমিটার রেললাইন নির্মাণে ব্যয় হচ্ছে এক হাজার ১০৬ কোটি টাকা। দ্বিতীয় লাইন চালু হওয়ায় যাত্রীদের চলাচলে ১৫-২০ মিনিট সময় সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।