রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ হাজার ঘর পুড়ে ছাই
আলোকিত প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এর ফলে শিশুসহ ১২ হাজারের অধিক রোহিঙ্গা খোলা আকাশের নিচে অবস্থান করছে।
আগুনে অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র, শিশুদের পাঠদানের লার্নিং সেন্টার এবং ত্রাণ বিতরণ কেন্দ্রও পুড়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রবিবার বিকেলের এ ঘটনায় এক রোহিঙ্গা কিশোরকে দিয়াশলাইসহ আটক করা হয়েছে। অনেকে তাকে ঘরে আগুন দিতে দেখেছেন।
তিনি আরও বলেন, গত কয়েক দিনে আশ্রয় শিবিরে তিন-চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা রহস্যজনক।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও কয়েক শত স্বেচ্ছাসেবী কাজ করছে।