১১ বিদেশি শিল্পী গাইলেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’
নিজস্ব প্রতিবেদক : কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই গানটি বাংলাসহ ১২টি ভাষায় গাওয়া হয়েছে।
ভাষাগুলো হল : মালয় (মালয়েশিয়া), আরবি (লেবানন), জার্মান (জার্মানি), নেপালি (নেপাল), হিন্দি (ভারত), ফরাসি (ফ্রান্স), স্পেনীয় (ভেনেজুয়েলা), রুশ (রাশিয়া), ইংরেজি (যুক্তরাষ্ট্র), চীনা (হংকং) ও ইতালীয় (ইতালি)।
প্রশংসনীয় এই কাজটি ২২ বছরের বাংলাদেশি তরুণ নাবিদ সালেহীনের উদ্যোগে সম্পন্ন হয়েছে।
তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
নাবিদ জানান, গত বছরের মাঝামাঝি সময়ে তিনি ১৬টি দেশের সংগীতশিল্পীদের সাথে যোগাযোগ করে ওই গানটি গাওয়ার অনুরোধ করেন।
তাদের মধ্যে ১২ জন সাড়া দেন।
পরে তিনি গানটির অনুবাদ ও মিউজিক তাদের কাছে পাঠান।
তারা গানটি গেয়ে তার কাছে ভিডিও পাঠিয়ে দেন।
এই সংগ্রহটি নাবিদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে তিনি জানান।