আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আবারও প্রথম বাংলাদেশের তাকরিম
আলোকিত প্রতিবেদক : আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম আবারও বিজয়ী হয়েছে।
এতে দ্বিতীয় হয়েছে ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছে সৌদি আরবের খালিদ সুলাইমান।
দুবাইয়ে ২৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তাকরিমের শিক্ষক ও মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম এ তথ্য জানান।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তাকরিম তিলাওয়াতের সময় পাঁচটি প্রশ্নের উত্তর দেয়। তার কোন উত্তর ভুল হয়নি।
এর আগে তাকরিম সৌদি আরব ও ইরানে অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান লাভ করে।
তাকরিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুর রহমানের ছেলে।