দেশে মানুষের গড় আয়ু কমেছে : বিবিএসের জরিপ
আলোকিত প্রতিবেদক : বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে। এখন একজন মানুষের প্রত্যাশিত আয়ু ৭২ দশমিক ৩ বছর।
এর আগে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ।
সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে বিবিএসের এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
জরিপের প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে।