ভারতের মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতা : নিহত বেড়ে ৫৪

ডেস্ক নিউজ : ভারতের মণিপুর রাজ্যে কয়েক দিন ধরে চলা সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার রাতে নতুন করে সহিংসতার ঘটনা ঘটলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রাজ্যের রাজধানী ইম্ফলের হাসপাতাল ও চূড়াচাঁদপুর জেলার হাসপাতালের মর্গগুলোতে ৫৪টি লাশ পাঠানো হয়েছে।

ভারতের আইনমন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেছেন, সহিংসতায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। পাশাপাশি সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

পিটিআইয়ের খবরে বলা হয়, কারফিউ থাকার কারণে রাস্তায় মানুষের চলাচল নেই। পড়ে আছে পুড়ে যাওয়া যানবাহন।

রাজ্য পুলিশের মহাপরিদর্শক পি ডুঞ্জেল সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। সেনাবাহিনীও ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মণিপুরের মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি ও নাগা জনগোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

সম্প্রতি হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কে উপজাতিভুক্ত করা যায় কি না খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও খবর