আচরণবিধি লঙ্ঘন : গাজীপুরে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
আলোকিত প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
দণ্ডিত সফর আলী নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি ২০১৩ সালের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ঘুড়ি প্রতীকের প্রার্থী সফর আলী কারখানার শ্রমিকদের নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করলে যানজটের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিষয়টি রিটার্নিং অফিসারকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে জরিমানা করেন।
এ সময় সফর আলী নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। একই সঙ্গে তিনি আচরণবিধি লঙ্ঘন না করার মুচলেকাও দিয়েছেন।