আমরা গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি : হত্যাকান্ডের নিন্দা জানিয়ে খালেদা জিয়া
আলোকিত প্রতিবেদক : পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ধর্মগুরুকে ধারালো চাপাতি দিয়ে হত্যা ও অন্য পূজারিকে গুরুতর জখমের ঘটনা অশুভ আগামীর ইঙ্গিত বহন করে।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে খালেদা জিয়া আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইতালীয় নাগরিক তাবেলা হত্যাকান্ড থেকে শুরু হয়েছে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা।
এসব পরিকল্পনার শিকার হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অনেকগুলো মানব সন্তান।
তাদের মধ্যে যেমন বিদেশি নাগরিক আছেন, তেমনি আছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, ধর্মাচার্য, ব্লগার ও প্রকাশক।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা যেন জাতির গোরস্থানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি।
এই দুঃসময়ে জনমনে একটা প্রশ্ন জেগে উঠছে, সরকার কী করছে?
রক্তপাত থামাতে সরকারের উদ্যোগ নেই অভিযোগ করে খালেদা জিয়া বলেন, কয়েক মাস ধরে একের পর এক হত্যাকান্ডের বিষয়ে সরকার নির্বিকার। হত্যাকান্ডের সুরাহা সরকার করতে পারেনি।
তিনি আরও অভিযোগ করেন, এই প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুষ্কৃতকারীদের ধরার বদলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিএনপিসহ বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।