গাজীপুরে শ্রমিক আন্দোলন মামলা : মোশরেফা মিশুসহ ২৫ জন খালাস
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের মামলায় শ্রমিক নেত্রী মোশরেফা মিশুসহ ২৫ জন খালাস পেয়েছেন।
বুধবার গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসসামস জগলুল হোসেন তাদেরকে খালাস দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২২ মে গাজীপুরের কোনাবাড়ী ও বোর্ডবাজার এলাকায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেন।
ওই ঘটনায় জয়দেবপুর থানার এসআই ফিরোজ তালুকদার বাদী হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে একটি মামলা করেন। মামলা নং ৫১ (৫) ২০০৬।
মামলায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়।
পরে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আসামি পক্ষের আইনজীবী আসাদুল্লাহ বাদল আলোকিত নিউজ ডটকমকে বলেন, মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছিল। দীর্ঘ যুক্তি-তর্ক শেষে আদালত তাদেরকে খালাস দিয়েছেন।