গাজীপুরে চিলাই নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে চিলাই নদী পুনঃ খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘গাজীপুরের প্রাণ, চিলাই নদী বাঁচান’ স্লোগানকে সামনে রেখে ওই মানববন্ধন করা হয়।

শনিবার সকালে হানকাটা ব্রিজ এলাকায় মানববন্ধনের উদ্বোধন করেন চিলাই বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন।

এতে অংশগ্রহণ করেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সিপিবির জেলা শাখার সভাপতি কমরেড জয়নাল খান, অ্যাডভোকেট কফিল উদ্দিন ফকির, লুৎফর রহমান আলম, কামাল হোসেন, ইমদাদুল হক, শফিকুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল ঢালী, নদী পরিব্রাজক দলের সভাপতি মনির হোসেন, তুরাগ বাঁচাও আন্দোলনের সভাপতি মনোয়ার হোসেন রনি, মুক্তিযোদ্ধা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ, বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, নাট্যকার মোবারক হোসেন, কোয়ান্টাম পরিবারের আবদুর রশীদ, কাজী মুন্নি, শ্রমিক লীগ নেতা মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন, কৃষক লীগ নেতা মেজবাহ ঢালী, সঞ্জিত মল্লিক বাবু প্রমুখ।

এ সময় চিলাই নদী নিয়ে গীতিকার আহাদ ভাওয়ালীর জারিগান পরিবেশন করেন শিল্পী কবির হোসেন।

আরও খবর