কাপাসিয়ায় দেশের প্রথম উপাচার্য দম্পতিকে সংবর্ধনা
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় দেশের প্রথম উপাচার্য দম্পতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলার সনমানিয়া এলাকার ডা. আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. হযরত আলী এবং তার স্ত্রী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
এ সময় শিক্ষকতা পেশার সর্বোচ্চ সম্মানজনক পদের এই দুই ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সাইফুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুরুল হক মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন হান্নান, সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য দম্পতি শিক্ষার্থীদের উদ্দেশে সুন্দর জীবন গড়তে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
ড. হযরত আলী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন।
আর ড. হাফিজা খাতুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।