তালেবানের বিজয়ের মত দুনিয়ার ইতিহাসে আর নজির নেই
ডেস্ক নিউজ : আফগানিস্তান দখলে নিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে সশস্ত্র সংগঠন তালেবান।
সোমবার জাতির উদ্দেশে এক ভিডিও বার্তায় রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ বলেছেন, কোন রকম প্রতিরোধ ছাড়াই বিজয় এসেছে। তবে সরকার পরিচালনার আসল পরীক্ষা মাত্র শুরু হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গনি বারাদার বলেন, তালেবান এখন যে অবস্থানে পৌঁছেছে, তা কেউ ভাবতেও পারেনি। কিন্তু আল্লাহর সাহায্যই আমাদের এই বিজয় দান করেছে।
তিনি বলেন, দুনিয়ার ইতিহাসে এমন নজির আর একটিও নেই। তাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত।
এই তালেবান নেতা আরও বলেন, আমাদের কোন অহংকার থাকা উচিত নয়। এখন পুরো জাতির সেবা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করার সময় এসেছে।