গাজীপুর থেকে ২০ মিনিটে বিমানবন্দর যেতে বিআরটি বাস চালু হচ্ছে
আলোকিত প্রতিবেদক : গাজীপুর থেকে ঢাকায় দ্রুত যাতায়াতের জন্য দুটি লেনে বিআরটি বাস চলবে।
আধুনিক এই ব্যবস্থায় সাশ্রয় হবে সময়ের।
এতে গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত যাওয়া-আসায় সময় লাগবে ২০ মিনিট।
এ লক্ষ্যে বিআরটি আইন, ২০১৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ আইনে অপরাধের জন্য বিভিন্ন ধরনের জেল-জরিমানা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।