৮৮ বছর পর কিউবা সফরে প্রেসিডেন্ট ওবামা
ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ৩০তম প্রেসিডেন্ট কেলভিন কুলিজ কিউবা সফর করেন ১৯২৮ সালে।
এরপর পেরিয়ে গেছে ৮৮ বছর।
দীর্ঘ সময় পর রবিবার হাভানায় পা রাখলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর মধ্য দিয়ে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
ওবামার সাথে রয়েছেন তার স্ত্রী মিশেল ওবামা এবং দুই কন্যা মালিহা ও শাসা।
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ওবামা পরিবারকে অভ্যর্থনা জানান।
১৯৫৯ সালে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভেঙে পড়ে।
তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন রাউল কাস্ত্রোর বড় ভাই ফিদেল কাস্ত্রো।