১১ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল ৭১ ফাউন্ডেশন
আলোকিত প্রতিবেদক : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ছিল অপরিসীম। জীবনের ঝুঁকি নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দেওয়াসহ নানাভাবে ভূমিকা রেখেছেন।
তাদের অনন্য অবদানের জন্য ১১ জন বীর নারীকে সম্মাননা দিয়েছে ৭১ ফাউন্ডেশন।
এ উপলক্ষে রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে বুধবার বিকেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন : বেগম ফজিলাতুন্নেছা মুজিব (মরণোত্তর), আয়েশা খানম, পান্না কায়সার, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ড. ভেলরি টেইলর, মমতাজ বেগম, রোকেয়া কবির, লুবনা মরিয়ম, শীলা মোমেন, সুলতানা কামাল ও হান্নানা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।