জঙ্গি অর্থায়ন : আইনজীবী শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামের জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডকে’ ৫২ লাখ টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন চার্জশিট জমা দেন।
বাঁশখালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা অপর মামলায়ও ইতিমধ্যে শাকিলাসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
মামলায় ওই জঙ্গি সংগঠনকে অর্থায়ন ও নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টার অভিযোগ আনা হয়।