চীনের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অমিতাভ, ঐশ্বরিয়া, মেসি ও জ্যাকির দুর্নীতি ফাঁস

ডেস্ক নিউজ : মধ্য আমেরিকার দেশ পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মোসাক ফনসেকার’ এক কোটি ১০ লাখ গোপন নথি ফাঁস হয়েছে।

এতে বিশ্বের বিখ্যাত ও ধনী অনেক ব্যক্তির অর্থ পাচার ও কর ফাঁকির গোপন তথ্য বেরিয়ে এসেছে।

এর মধ্যে আছেন ভারতের অভিনেতা অমিতাভ বচ্চন, তার ছেলের বউ ঐশ্বরিয়া রাই, ফুটবল তারকা লিওনেল মেসি ও হংকংয়ের অভিনেতা জ্যাকি চ্যানসহ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্র প্রধানরা।

বিবিসির খবরে বলা হয়, ওই পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হল গ্রাহকদের অর্থ পাচার ও কর ফাঁকির ব্যাপারে আইনি সহায়তা করা। বিশ্বের ৩৫টি দেশে প্রতিষ্ঠানটির কার্যালয় রয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিনা বাধায় তাদের কার্যক্রম চলছে।

আলোচিত নথিতে ৭২টি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্র প্রধানের নাম রয়েছে।

এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির মত নেতাদের নামও রয়েছে।