বসতভিটা রক্ষায় ক্ষোভে উত্তাল বাঁশখালী

আলোকিত প্রতিবেদক : এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে চার গ্রামবাসী নিহতের পরও ক্ষোভে উত্তাল চট্টগ্রামের বাঁশখালী।

মঙ্গলবার দিনভর তারা বিক্ষোভ করেছেন।

‘ভিটে বাড়ি ছাড়ব না, বিদ্যুৎ কেন্দ্র হবে না’ শ্লোগানে মুখরিত ছিল জনপদ।

উপজেলার গন্ডামারার হাদিরপাড়া ও রহমানিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়ে হাজারো বিক্ষুব্ধ জনতা ওই প্রতিবাদ জানান।

এতে সভাপতিত্ব করেন বসতভিটা ও কবরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে জনগণের ওপর পুলিশ গুলি চালিয়ে চার গ্রামবাসীকে হত্যা করেছে। প্রয়োজন হলে জনগণ আরও রক্ত দেবে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হতে দেবে না। নিহতদের রক্ত বৃথা যেতে পারে না।

এদিকে পুলিশের করা মামলায় হাজারো আসামি করা হয়েছে। এতে এলাকার নারী-পুরুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর