গাজীপুরে করোনায় প্রাণ হারালেন ফরেস্টার আউয়াল

আলোকিত প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত বন কর্মকর্তা আবদুল আউয়াল (৫৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আবদুল আউয়াল ঢাকা বন বিভাগের অধীন গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিট কর্মকর্তা ছিলেন।

বিট অফিস জানায়, আবদুল আউয়ালের জ্বর হলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। পরে রিপোর্ট পজিটিভ আসলে তিনি গত ৭ আগস্ট সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে আরেকটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ভোর চারটার দিকে তিনি মারা যান।

বিকেলে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

আবদুল আউয়াল সহজ-সরল প্রকৃতির ছিলেন। তিনি গত বছরের নভেম্বরে মনিপুর বিটে যোগদানের পর বনভূমি রক্ষায় তৎপর হন।

আরও খবর