গাজীপুরে ভাড়াটিয়ার দাওয়াত খেয়ে ৯ জন হাসপাতালে : মালামাল লুট
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বাড়িওয়ালাসহ চার পরিবারকে খাবারের সাথে নেশা খাইয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করেছে এক ভাড়াটিয়া দম্পতি।
মহানগরীর মারিয়ালী কলাবাগান এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এতে অসুস্থ ১৪ জনের মধ্যে নারী-শিশুসহ নয়জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন : বাড়িওয়ালা জামাল খান (৭৫), তার ছেলের বউ তামান্না (২৫), নূরজাহান (৫০), আবু সাইদ মাঝি (৫০), তার মেয়ে জান্নাত (৭), শাহনাজ (২৬), শিখা (২৫), সখিনা (৪৫) ও তানজিল (২৬)।
জামাল খানের ছেলে বাবর খান, নাতি মো. মাসুদ ও প্রতিবেশী ব্যবসায়ী মো. হাফিজ আলোকিত নিউজকে বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন তিন দিন আগে বাসা ভাড়া নেয়। পরে তারা নতুন ভাড়াটিয়া হিসেবে শুক্রবার রাতে বাড়িওয়ালাসহ চার পরিবারকে দাওয়াত দেয়। রাত ১০টার দিকে চার পরিবারের ১৪ জন সদস্য দাওয়াত খান।
তারা খাওয়া-দাওয়া শেষে ঘরে ফিরে অজ্ঞান হয়ে পড়েন।
এরপর ওই স্বামী-স্ত্রীসহ তিনজন তাদের ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়।
এর মধ্যে রয়েছে ৩০ ভরি স্বর্ণ, ল্যাপটপ, কম্পিউটার, নগদ লক্ষাধিক টাকা, দামি মোবাইল সেট ও কাপড়-চোপড়।