শঙ্খচিলে চড়ে ঢাকায় প্রসেনজিৎ
বিনোদন প্রতিবেদক : পহেলা বৈশাখে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে গৌতম ঘোষ পরিচালিত ছবি ‘শঙ্খচিল’।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা এসেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পরে চ্যানেল আই কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
প্রসেনজিৎ বলেন, দুই বাংলাকে আলাদা করে কিছু মনে হয় না। আমার কাছে বাংলা একটাই। ‘মনের মানুষ’ চলচ্চিত্রের পর আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। এর আগে মনের মানুষে যারা ছিলেন তাদের অনেকেই এই ছবিতেও আছেন। ফলে অভিনয় করতে গিয়ে বেশ আনন্দ করেছি।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, সিনেমাটিতে দুই দেশের শিল্পীরা একসঙ্গে কাজ করেছি। সিনেমাটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই।
শিল্পী ফেরদৌস আরা বলেন, সিনেমাতে আমার কণ্ঠে নজরুলের একটি গান রয়েছে।
কুসুম শিকদার বলেন, এই সিনেমাটি আমার অভিনয় জীবনে গুরুত্বপূর্ণ অংশ। আমি সমৃদ্ধ হয়েছি।
শঙ্খচিল যৌথভাবে প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান, ফরিদুর রেজা সাগর, প্রসেনজিৎ চ্যাটার্জি ও মৌ রায় চৌধুরী।