পানামা কেলেঙ্কারি : টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন জয়
আলোকিত প্রতিবেদক : বিশ্বে তোলপাড় সৃষ্টিকারী ‘পানামা পেপারস’ কেলেঙ্কারিতে নাম আসায় এরই মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি প্রধান পদত্যাগ করেছেন।
এই প্রেক্ষাপটে টিআইবির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ প্রশ্ন তুলেন।
এতে তিনি বলেন, একটা বিষয় আমি উপস্থাপন করতে চাই, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি প্রধানের পদত্যাগ। বিদেশে সম্পদ লুকানোর বিষয়ে তার নাম এসেছিল পানামা পেপারসে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কতটা স্বচ্ছ এবং অন্যদের দুর্নীতিগ্রস্ত বলার অধিকার তাদের কীভাবে থাকে?
তিনি বলেন, আমাদের দেশের সব সংসদ সদস্য এবং মন্ত্রীদের সম্পদের বিবরণ দিতে হয়। টিআইবি নিজেদেরটা দেয় না। তথাপিও তারা দুর্নীতির পর্যবেক্ষক বলে দাবি করে। আমরা কী করে জানি যে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্যরা দুর্নীতিগ্রস্ত নয়। তাদের কোন লুকানো সম্পদ নেই এবং তারা তাদের সব ট্যাক্স পরিশোধ করেছে?