শফিক রেহমানকে গ্রেফতার সরকারের চরম স্বেচ্ছাচারিতা : খালেদা জিয়া
আলোকিত প্রতিবেদক : সাংবাদিক শফিক রেহমানের মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার শফিক রেহমানকে গ্রেফতারের পর গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সরকার জনগণের বিরুদ্ধে এখন যুদ্ধ শুরু করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে দেশের প্রথিতযশা সাংবাদিক ও সম্পাদকদের গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।
খালেদা জিয়া বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে এ জন্য যে, তিনি শাসক গোষ্ঠীর অনাচার, ব্যর্থতা ও কূপমন্ডূকতার বিরুদ্ধে নির্ভয়ে লিখে যান। ঘৃণ্য এই অপকর্ম করার আরেকটি কারণ হল বর্তমান সরকার প্রধানের গণবিরোধী, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী নীতি শফিক রেহমান তার শাণিত লেখনীর দ্বারা ফুটিয়ে তুলেন।
তিনি আরও বলেন, শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সে কারণে তাকে কবজা করতে না পেরে গ্রেফতার করা হয়েছে। এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।