কিশোরগঞ্জে পুলিশের ওপর পরাজিত প্রার্থীর হামলা : অস্ত্র লুট
আলোকিত প্রতিবেদক : কিশোরগঞ্জের নিকলীর সিংপুর ইউনিয়নে ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র লুট করার ঘটনা ঘটেছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে পরাজিত মেম্বার প্রার্থীর বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করে।
এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সিংপুর ইউনিয়নের ভাটিরবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার পদে ৬৯৬ ভোট পেয়ে আজিজুল হক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসহাক মিয়া পান ৬২০ ভোট।
সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচনী মালামালসহ পুলিশ ও প্রিজাইডিং কর্মকর্তারা রাজঘাটে ট্রলারে উঠছিলেন। এ সময় পরাজিত প্রার্থীর নেতৃত্বে তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়।
তারা প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে।
পরে ইসহাক মিয়ার লোকজন আবারও সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ছিনিয়ে নিয়ে যায়।