মিষ্টির হাঁড়িতে মশা ও তেলাপোকা : ২ লাখ টাকা জরিমানা
আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামে রসে ডোবানো মিষ্টির বড় হাঁড়িতে ভাসছিল মশা ও তেলাপোকার বাচ্চা।
রসগুলো থেকেও বের হচ্ছিল দুর্গন্ধ।
কারখানায় পর্যাপ্ত বাতাস না থাকায় শ্রমিকের শরীরের ঘাম ঝরছিল রুটির ওপর।
সোমবার নগরীর চান্দগাঁও থানার বেপারী পাড়া এলাকার বেইক বেকারি ও মিষ্টি কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন এসব নোংরা ও অপরিচ্ছন্নতার দায়ে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করেন।
এ সময় ৬০ লিটার পোড়া তেল, এক মণ বাসি মিষ্টি ও দুই মণ মিষ্টির শিরা পাশের নালায় ফেলে ধ্বংস করা হয়।