কাপাসিয়ায় অজ্ঞাত রোগে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় অজ্ঞাত রোগে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
গত রবিবার ও মঙ্গলবার উপজলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট ও একঢালা এলাকায় তাদের মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ঘিঘাট এলাকার তাজউদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩৫) রবিবার দুপুরে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এক দিন পর মঙ্গলবার দুপুরে আমজাদ হোসেনের আড়াই বছর বয়সী ছেলে তামিম একই অবস্থায় মারা যায়।
একই দিন সন্ধ্যায় আমজাদ হোসেনের মা সাফিয়া বেগমও (৫৫) মারা যান। তাদের বাড়ির কয়েকটি হাঁস-মুরগি ও কবুতরও মারা গেছে।
এর দুই ঘণ্টা পর একঢালা এলাকার নূরুল হকের স্ত্রী আসমা বেগমের (৪০) একই অবস্থায় মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আমজাদ হোসেনের নিকট আত্মীয় আসমা। আমজাদের মৃত্যুর দিন তিনি ওই বাড়িতে অবস্থান করেছিলেন।
এ ধরনের মৃত্যুতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আতঙ্কিত না হতে বলা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সরকার জানান, আতঙ্কের কিছু নেই। মৃগী রোগের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।